তিনি বিশ্বনন্দিত ক্রিকেটার। কোনো না কোনো ফরম্যাটে বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা গায়ে ছিল প্রায় এক যুগ। মাঠে পারফরমার সাকিবের অর্জন, প্রাপ্তিও অনেক। পাশাপাশি মাঠের বাইরের সাকিবকে নিয়েও আছে বিস্তর সমালোচনা এবং বিতর্ক।
আজকাল তাই নন্দিত ক্রিকেটার সাকিব হচ্ছেন নিন্দিত। বেটিং সিন্ডিকেটের সঙ্গে জড়িত অনলাইন পোর্টালের সঙ্গে জড়িয়ে যাওয়া, শেয়ার বাজার কেলেঙ্কারিতে নাম আসাসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে রীতিমত সমালোচনার মুখে সাকিব।
সম্প্রতি শেয়ার বাজারের শেয়ার নথিতে জন্মদাতা পিতার নাম পরিবর্তনের অভিযোগেও উঠেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের বিপক্ষে।
যেহেতু সাকিব বাংলাদেশ জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ এবং দুই ফরম্যাটের অধিনায়ক- তাই তার কোনো রকম বিতর্কে জড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ক্রিকেট অনুরাগীদের চোখ যায় অভিভাবক সংস্থা বিসিবির দিকে। বিসিবি সাকিবের এসব বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে কি ভাবছে? তার এসব কাজকে বিসিবি কিভাবে দেখছে? তা জানতে রাজ্যের কৌতুহল ক্রিকেট অনুরাগীদের।
সম্প্রতি সাকিবের শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে পড়া এবং সেখানে পিতার নাম পরিবর্তনের অভিযোগ নিয়েও অনেক কথা-বার্তা হচ্ছে। এ ব্যাপারে বিসিবির ভাষ্য জানতে চাইলে প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘এটা সম্পূর্ণ একটা বাইরের ব্যাপার। যাকে নিয়ে আপনারা বলছেন, তিনিও (সাকিব) দেশের বাইরে আছেন, যতটুকু জানি। এ বিষয়গুলো আমাদের কাছে ওইভাবে আসেনি। আপনারা যেমন শুনেছেন, আমরাও শুনেছি। বিষয়টা নিয়ে আসলে এই মুহূর্তে আমার কিছু বলা সম্ভব নয়।’
পাশাপাশি দুবাইতে জাতীয় দলের ট্রেনিং ও দুটি ম্যাচে সাকিবের থাকা না থাকা নিয়েও কথা বলেছেন বিসিবি প্রধান নির্বাহী। তার ব্যাখ্যা, সাকিবের দুবাইতে প্র্যাকটিস সেশনে অংশ নেয়া এবং ম্যাচ খেলার ব্যাপারে কোন অগ্রগতি নেই।
নিজামউদ্দীন চৌধুরী সুজন বোঝানোর চেষ্টা করেন যে, তারা (বিসিবি) সাকিবকে অনেক আগেই সিপিএল খেলার অনুমতি দিয়েছে। আর আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ খেলা এবং ৪-৫ দিনের অনুশীলন সেশনটা হঠাৎ করেই আয়োজনের সিদ্ধান্ত হয়েছে, তাই সাকিবকে সেখানে পাওয়ার সম্ভাবনা খুব কম।
নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘আগেও বলেছি, তাকে আমরা এনওসি দিয়েছি অনেক আগেই, বাইরের একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার জন্য। যেহেতু এটা আমাদের হুট করে নেওয়া সিদ্ধান্ত যে- একটা ট্যুর করবো সে ক্ষেত্রে তাকে সিরিজে রাখা হবে কি না সেটা টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিবে।’