তৃতীয় বিভাগ ক্রিকেটে আসছে নতুনত্ব

বেশ কিছু নতুনত্ব নিয়ে এবার আয়োজিত হতে যাচ্ছে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ। যেখানে ক্রিকেটারদের জন্য বাড়ছে আর্থিক পুরস্কারও।
তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে এবারই প্রথম ৫০ ওভারের একদিনের ম্যাচ হতে যাচ্ছে। এছাড়া এবারের টুর্নামেন্টে দেখা যাবে রঙিন পোশাক।

আগামী ৭ অক্টোবর ২০ দলের এই টুর্নামেন্টের পর্দা উঠবে। এবার প্রতিটি ম্যাচের পর সেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হবে। টুর্নামেন্ট শেষে ৩ বিভাগের সেরা তিন খেলোয়াড়কে ২৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে। সেরা বোলার, সেরা ব্যাটার এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় পাবেন এই আর্থিক পুরষ্কার।

২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় বিভাগের দলবদলের শেষ দিন। এ বিষয়ে সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন বলেন, ‘প্রথমবার আমরা রঙিন পোশাক ও সাদা বলে টুর্নামেন্টটি করতে যাচ্ছি। প্রত্যেক ম্যাচে সেরা খেলোয়াড়কে মাঠে ক্রেস্ট প্রদান করা হবে।’

তৃতীয় বিভাগে অংশ নেয়া প্রতিটি দলকে ৭৫ হাজার টাকা করে দেওয়া হবে। এতে খরচ হবে মোট ১৫ লাখ টাকা। এছাড়াও প্রত্যেক ভেন্যুতে ভ্রমণ খরচ ১০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। আগে যা ছিল ৮৪৪০ টাকা। ঢাকার পাঁচটি ভেন্যুতে হবে টুর্নামেন্ট।