জিএম কাদেরের বক্তব্য নাকচ করে দিয়ে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বললেন, এখন পুরোপুরি সুস্থ আছি, শিগগিরই দেশে ফিরব।
শনিবার থাইল্যান্ডে চিকিৎসাধীন রওশন এরশাদ এক বিবৃতিতে এসব কথা বলেন। একইসঙ্গে তার ডাকা সম্মলেন সফল করতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
বিরোধীদলীয় নেতা হিসেবে এখনও স্পিকারের স্বীকৃতি পাননি জিএম কাদের। তার ভাষ্য, রওশন এরশাদের অসুস্থতার সুযোগ নিয়ে তৃতীয় পক্ষ জাপায় অস্থিরতা সৃষ্টি করতে চাইছে। বয়োবৃদ্ধ রওশন এরশাদকে চাপ দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
এদিকে জিএম কাদেরের বক্তব্য নাকচ করে দিয়ে বিবৃতিতে রওশন এরশাদ বলেছেন, যারা আমাকে বারবার অসুস্থ বলে প্রচার করছে, তাদের উদ্দেশ্য খতিয়ে দেখা দরকার। তৃতীয় পক্ষের এজেন্ডা বাস্তবায়নের তথ্যও মিথ্যা ও বানোয়াট। দলীয় ও সংসদের কার্যক্রমে অংশ নিতে আমি শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত রয়েছি।
এর আগে গত ৩১ আগস্ট রওশন এরশাদ নিজেকে প্রস্তুতি কমিটির আহ্বায়ক ঘোষণা করে দলের নতুন নেতৃত্ব নির্বাচনে সম্মেলনের ডাক দেন। এর পরদিন জাপার সংসদীয় দল রওশন এরশাদকে সরিয়ে দলীয় চেয়ারম্যান জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত করে স্পিকারকে চিঠি দেন।
বিবৃতিতে রওশন এরশাদ আরও বলেন, দলের গঠনতন্ত্রের ২০(১) উপধারার ক্ষমতা বলে আমি সম্মেলন ডেকেছি। গত তিন বছর সারাদেশে জাতীয় পার্টির যে বেহাল দশা, অসংখ্য দক্ষ যোগ্য নেতাকর্মীর আর্তনাদ, আমাকে ব্যথিত করেছে। এরশাদের আদর্শে দলকে এগিয়ে নিতে সম্মেলনের ডাক দিয়েছি।
প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টির কর্তৃত্ব নিয়ে রওশনের সঙ্গে দেবর কাদেরের দ্বন্দ্ব প্রকট হয়ে উঠেছিল, পরে দলের জ্যেষ্ঠ নেতাদের মধ্যস্থতায় সমঝোতা হয় দুজনের।