যে দলে যোগ দেওয়ার ঘোষণা দিলেন হিরো আলম

আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম অবশেষে আন্দালিব রহমান পার্থের বিজেপিতে যোগদানের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেন তিনি।

এর আগে হিরো আলম ঘোষণা দিয়েছিলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনেও অংশ নেবেন। তবে এবার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন না। কোনো একটি রাজনৈতিক দলে যোগ দেবেন এবং সে দলের হয়ে নির্বাচন করবেন। এর পর থেকেই হিরো আলমের রাজনৈতিক দলে যোগদান নিয়ে গুঞ্জন শুরু হয়।

তবে এবার সব গুঞ্জনের অবসান করে হিরো আলম নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে রাজনৈতিক দলে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। একটি ছবি পোস্ট করে মন্তব্যে হিরো আলম লিখেন, পার্থর (আন্দালিব রহমান পার্থ) দলে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ।

এর আগে, গত কয়েক বছরে বেশ কয়েকটি নির্বাচনে অংশ নিয়ে হিরো আলম বেশ আলোচনায় ছিলেন। বিশেষ করে বগুড়ায় উপনির্বাচনে তিনি সবার নজর কেড়েছেন। সেখানে দুটি আসনে জয়ের দ্বারপ্রান্তে গিয়েও হেরে যান এ অভিনেতা। পরবর্তীতে ঢাকা-১৭ আসনে ভোটার না হয়েও নির্বাচনে অংশ নিয়ে ফের আলোচনায় আসেন।