চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান আজ আবারো মুখোমুখি হচ্ছে। কয়েক দিন আগেই গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই পরাশক্তি। সুপার ফোরেও নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে তারা। তবে ম্যাচটির আগেই বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান।
ইনজুরির কারণে শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিমকে হারানোর পর পাকিস্তান এবার হারাল শাহনাওয়াজ দাহানিকে। হংকংয়ের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন এই পেসার, সেরে উঠতে পারেননি। হংকংয়ের বিপক্ষে ২ ওভার বোলিং করে করে ১টি মেডেনসহ ৭ রানের বিনিময়ে ১টি উইকেট নেন দাহানি।
এর আগে ভারতের বিপক্ষে ম্যাচে কোনো উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২৯ রান দিয়েছিলেন। ব্যাট হাতে করেছিলেন ৬ বলে ১৬ রান।
আজ বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ভারত-পাকিস্তান ম্যাচটি। গ্রুপ পর্বের ম্যাচে ৫ উইকেটের জয় পেয়েছিল ভারত। পাকিস্তানের দেওয়া ১৪৮ রানের লক্ষ্যে ভারত পৌঁছেছিল ৫ উইকেট ও ২ বল হাতে রেখে।
এদিকে চোট সমস্যা রয়েছে ভারতীয় দলেও। হাঁটুর ইনজুরির কারণে এশিয়া কাপ শেষ রবীন্দ্র জাদেজার। তাঁর জায়গায় দলে ঢুকেছেন আরেক অলরাউন্ডার অক্ষর প্যাটেল।