সাউথ আফ্রিকা লিগের নিলামে বাংলাদেশি ক্রিকেটার

২০২৩ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে সাউথ আফ্রিকার নতুন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট এসএ২০। প্রায় একই সময়ে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। নিজ দেশে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থাকলেও সাউথ আফ্রিকার লিগের নিলামের জন্য নাম দিয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা।

এমন প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। যদিও কয়জন নিলামে নাম দিয়েছেন তা প্রকাশ করেনি তারা। এমনকি কে কে নিলামের জন্য করেছে সেটাও জানায়নি তারা। তবে ক্রিকবাজ নিশ্চিত করেছে ১৮ দেশের মোট ৫৩৩ জন ক্রিকেটার নিলামের জন্য নিবন্ধন করেছে।

যেখানে ইয়ন মরগানসহ একশর অধিক ক্রিকেটার নাম লিখিয়েছেন নিলামের টুর্নামেন্টটির নিলামের জন্য। সবচেয়ে বেশি ইংল্যান্ডের ক্রিকেটাররাই নাম দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ থেকে রয়েছেন ৫০ জন ক্রিকেটার। যেখানে নাম রয়েছে লেন্ডল সিমন্স এবং দীনেশ রামদিনের নাম।

দীনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস এবং কুশল পেরেরাসহ এই তালিকায় রয়েছেন শ্রীলঙ্কার ৩০ ক্রিকেটার। আফগানিস্তান রয়েছেন ২৫ জন। যেখানে নাম রয়েছে উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ শাহজাদের। এদিকে নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও নাম দিয়েছেন নিলামের জন্য।

যে তালিকায় রয়েছেন কদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া রস টেলর। রয়েছেন অলরাউন্ডার জেমস নিশামও। এ ছাড়া নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, ওমান, কানাডা, স্কটল্যান্ড এবং নামিবিয়ার ক্রিকেটারদেরও নাম রয়েছে নিলামে।

সাউথ আফ্রিকার লিগে নিলামের জন্য আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র, রুয়ান্ডা, সুইডেন এবং বারমুডার মতো দলগুলোর ক্রিকেটার। একই সময়ে টুর্নামেন্ট থাকলেও এখানে নাম রয়েছেন সংযুক্ত আরব আমিরাত এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। তবে নেই কোন পাকিস্তানি ক্রিকেটার।

আগামী বছরের জানুয়ারী-ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে এসএটি-টোয়েন্টি লিগের উদ্বোধনী আসর। এই আসরের জন্য নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৯ সেপ্টেম্বর। ১৭ জন ক্রিকেটার নিয়ে স্কোয়াড গড়বে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি। নিলাম থেকে ১২ জন করে ক্রিকেটার নেয়ার সু্যোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো।