বাংলাদেশের একসময়ের তারকা ক্রিকেটার নাসির হোসেন, ইমরুল কায়েসরা এখন জাতীয় দলে প্রায় ব্রাত্য হয়ে পড়েছেন। যদিও ঘরোয়া লিগে এখনও প্রথম সারির ক্রিকেটার এদের সবাই। এবার জাতীয় দলের একঝাঁক ক্রিকেটার যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন ক্রিকেট খেলার উদ্দেশ্যে।
যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে মোটর সিটি চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের জাতীয় দলের ইমরুল কায়েস, নাসির হোসেন, সৈয়দ রাসেল, সোহরাওয়ার্দী শুভ, তাপস বৈশ্য, ইলিয়াস সানী আরও অনেকে।
দুই দিন আগে হ্যামটরমিক সিটির গেইট অব কলম্বাসের হলরুমে এই টুর্নামেন্টের জমকালো উদ্বোধন অনুষ্ঠান করা হয়। এবারই অবশ্য প্রথম আসর নয়, এর আগেও অনুষ্ঠিত হয়েছিল মোটর সিটি চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট।
এবারের আসরে দশটি দল নিয়ে মাঠে গড়াবে টুর্নামেন্টটি। বাংলাদেশ, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে থেকে আসা ক্রিকেট তারকারা অংশ নেবেন এই ক্রিকেট টুর্নামেন্টে। ১ সেপ্টেম্বর থেকে মাঠে গড়িয়েছে টুর্নামেন্টটি।
এবারের আসরে অংশগ্রহণকারী দলগুলো হলো ফ্রেন্ডস ইউনাইটেড অব নিউইয়র্ক, এশিয়া ইউনাইটেড, লন্ডন রাইডারস, মিশিগান চিতাস, মটরসিটি ইউনাইটেড, জর্জিয়া টাইগারস, মিশিগান রেপটরস, ডেট্রয়েট রয়েলস, বাংলাদেশ টাইগারস অব ইউএসএ, টারমিনেটরস সিসি।
৫৫ হাজার ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টে বাংলাদেশি অন্যান্য ক্রিকেটারের মধ্যে রয়েছেন আরিফুল হক, ফরহাদ রেজা, কামরুল ইসলাম রাব্বি, নাদিফ চৌধুরী, আবু জায়েদ রাহি, মেহরাব হোসেন জুনিয়র।