মিরাজের ঝড়ো সূচনা, পাওয়ার প্লেতেই বাংলাদেশের ৫৫

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে মেহেদি হাসান মিরাজের ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই ৫৫ রান তুলেছে বাংলাদেশ ক্রিকেট দল। এখন ৩৮ রানে মেহেদি হাসান মিরাজ ও ৪ রানে সাকিব ব্যাট করছেন।

ম্যাচের শুরুতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কান দলনেতা দাসুন শানাকা। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় এবার সাব্বির-মিরাজকে একাদশে এনে ওপেনিংয়ে নামিয়ে দেয় টিম ম্যানেজমেন্ট। সাব্বির না পারলেও আস্থার প্রতিদান দেন মেহেদি মিরাজ। তার দুর্দান্ত ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই ৫৫ রান পায় বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ:

সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান(অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদি হাসান, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ:

কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দানুশকা গুনাথিলাকা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মাহিশ থিকশানা, আসিথা ফার্নান্দো, দিলশান মধুশঙ্কা।