পাকিস্তান ম্যাচে যে নজির গড়ল ভারত

রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারায় ভারত। এদিন এশিয়া কাপের ১৫তম আসরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলার মধ্য দিয়ে নতুন একটি মাইলফলক স্পর্শ করে ভারত।

চলতি বছরে এখনো পর্যন্ত ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারত। তার মধ্যে ১৭টিতে জয় আর ৪টিতে হারে কোহলিরা। এশিয়া কাপ চলছে, এখনো কয়েকটি ম্যাচ খেলার সুযোগ রয়েছে ভারতের সামনে।

তাছাড়া চলতি বছরের শেষদিকে অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। সেখানেও বেশকিছু টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ রয়েছে ভারতের। এসব দিক চিন্তা করলে এ বছর রেকর্ড সংখ্যক টি-টোয়েন্টি খেলবে ভারত।

এর আগে ২০১৫ সালে ভারত ২১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল। সেই রেকর্ডই রোববার ছাপিয়ে গেল রোহিত শর্মার টিম। এছাড়া ২০১৮ সালে গোটা বছরে ১৯টি টি-টোয়েন্টি খেলেছিল ভারত।