আগামী ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে বাংলাদেশ। আইসিসি টি-টোয়েন্টি র্র্যাংকিংয়ে বাংলাদেশ নবম এবং আফগানিস্তান দশম স্থানে থাকলেও দুই দলের মধ্যকার জয়ের ব্যবধানে এগিয়ে রয়েছে আফগানিস্তান। এখন পর্যন্ত দুই দল মোট ৯ বার মুখোমুখি হয়েছে।
যার মধ্যে আফগানিস্তান জয়লাভ করেছে পাঁচটি ম্যাচে এবং বাংলাদেশ জয়লাভ করেছে তিনটি ম্যাচে। বাকি একটি ম্যাচ পরিত্যাক্ত হয়েছে। সর্বশেষ এ বছর ঢাকায় টি-টোয়েন্টি সিরিজে ১-১ ড্র হয়েছে। তাইতো আফগানিস্তানের বিপক্ষে জিততে হলে নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামতে হবে বাংলাদেশকে।
ওপেনিংয়ে এনামুল হক বিজয়ের সাথে অনেকটাই নিশ্চিত মোহাম্মদ নাঈম শেখ। তিন নম্বর ব্যাটিং পজিশনে ফিরছেন অধিনায়ক সাকিব আল হাসান। তবে চার নম্বর ব্যাটিং পজিশনে আসছে পরিবর্তন। একাদশে মুশফিকুর রহিম ফিরলেও চার নম্বরে ব্যাটিং করা হচ্ছে না তার।
যেখানে ব্যাটিং করতে দেখা যেতে পারে আফিফ হোসেনকে। পাঁচ নম্বরে মুশফিকুর রহিম এবং ছয়ে ব্যাটিং করবেন সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তবে সাত নম্বর ব্যাটিং পজিশনে খেলবেন কে এটা এখনো অনিশ্চিত।
দীর্ঘদিন পর জাতীয় দলের সুযোগ পাওয়া সাব্বির রহমান এবং মোসাদ্দেক হোসেন সৈকতের মধ্যে থাকবেন যেকোনো একজন। সাকিব আল হাসানের সাথে একজন ডান হাতে স্পিনার হিসেবে শেখ মেহেদী হাসানের খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। ৩ ফাস্ট বলার মোস্তাফিজুর রহমান এবং এবাদত হোসেনের সাথে একাদশে ফিরতে যাচ্ছেন আরেক অলরাউন্ডার মোঃ সাইফুদ্দিন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান/মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, মোঃ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন।