বঙ্গবন্ধুর প্রেমে পড়েছি, এরশাদকে ভালোবেসেছি: কাদের সিদ্দিকী

দেশ ও মানুষের প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ভালোবাসা ছিল সবকিছুর ঊর্ধ্বে ছিলো বলে জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম। তিনি জানান, যৌবনে আমি বঙ্গবন্ধুর প্রেমে পড়েছি, পরে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকেও ভালোবেসেছি।

’আজ মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে জাতীয় পার্টির (জাপা) ও কৃষক শ্রমিক জনতা লীগের শীর্ষ নেতাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে এ মতবিনিময় হয়। এসময় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,‘বঙ্গবন্ধু ও পল্লীবন্ধুর ওপর সাধারণ মানুষের এখনো গভীর অনুরাগ আছে। এটি কাজে লাগিয়ে আমরা মানুষের সব অধিকার নিশ্চিত করতে চাই।’ বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘আজকে গণভবনের একজন কর্মচারীর যে সম্মান আছে, তা মন্ত্রী-এমপিদেরও নেই। সরকারি কর্মচারীরা এখন লাগামহীন।’

এসময় বঙ্গবন্ধুর কন্যা হিসেবে শেখ হাসিনার প্রতি সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল,বর্তমান সরকার মানুষের সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষের মর্যাদা ও অধিকার আদায়ের জন্যই এখন কট্টর বিএনপি ও কট্টর আওয়ামী লীগ থেকে সমদূরত্ব বজায় রেখে সব রাজনৈতিক শক্তিকে একই মোহনায় হাজির করতে হবে।’