পাপনের ছবি বুকে নিয়ে ঘুরে বেড়ান টাইগার মুনির

ক্রিকেটারদের ছবি দিয়ে পোস্টার বানিয়ে মাঠে গিয়ে সমর্থন দেওয়ার দৃশ্য নিয়মিতই দেখা যায়। অনেক পাগল ভক্ত তো প্রিয় ক্রিকেটারের ছবি বুকে নিয়েও ঘোরেন। নিজের শরীরে ট্যাটু আঁকেন। কিন্তু কোনো ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের ছবি বুকে নিয়ে ঘোরার ঘটনা এর আগে কোথাও ঘটেছে বলে মনে হয় না। এমনই কাণ্ড ঘটিয়েছেন বাংলাদেশ দলের পাঁড় সমর্থক টাইগার মুনির। তিনি বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের ছবি বুকে নিয়ে ঘুরে বেড়ান!

বিসিবি সভাপতিকে খুব পছন্দ মুনিরের। তার মুঠোফোনের ওয়ালপেপারেও পাপনের ছবি দেওয়া। এ ব্যাপারে একটি টিভি চ্যানেলকে টাইগার মুনির বলেন, ‘পাপন ভাইয়ের মতো এমন সভাপতি বিসিবিতে আর আসেনি। আমি চোখে দেখিনি। আজ তার জন্য ক্রিকেট বোর্ড অনেক অগ্রসর। অনেক এগিয়ে গেছে দেশের ক্রিকেট। দামাল ছেলেরা তাদের জন্য ভালো খেলতেছে। পাপন ভাই যেটা করতেছে সেটাই ঠিক। মানুষ কী বলে সেটা দেখার বিষয় না। আজ পাপন ভাইয়ের জন্যই ক্রিকেট বোর্ড এত অগ্রসর হয়েছে। ’

নাজমুল হাসান পাপনের দীর্ঘ ‘শাসনামলে’ বাংলাদেশের ক্রিকেটের যে উন্নতি হয়েছে তা অনস্বীকার্য। তবে বছর দুয়েক ধরে তিনি ক্রিকেটীয় ব্যাপারে নাক গলিয়ে বিতর্কিত হয়েছেন। দেশের ক্রিকেটাঙ্গনের একাশং মনে করে, মিডিয়ার সামনে বিসিবি সভাপতির এতটা অকপট হওয়া উচিত নয়। এ বিষয়ে টাইগার মুনির বলেন, ‘আসলে পাপন ভাই থাকলে তো কেউ কিছু করতে পারে না। পাপন ভাই না থাকলে তারা নিজেদের স্বার্থ উদ্ধার করতে পারবে, এ জন্যই এসব সমালোচনা করা হয়।’

টাইগার মুনিরের খুব ইচ্ছা, তিনি নাজমুল হাসান পাপনের সঙ্গে দেখা করবেন। কারণ যে মানুষটির প্রতি তার এত ভালোবাসা সেই নাজমুল হাসান পাপন হয়তো বিষয়টি জানেন না। পাপনের সঙ্গে দেখা হলে কী করবেন―এমন প্রশ্নের জবাবে মুনির জানান, তিনি পাপনের পা ধরে সালাম করবেন। মুনির আরো বলেন, ‘পাপন ভাইকে কতটা ভালোবাসি তা বলে বোঝাতে পারব না। যত দিন বেঁচে থাকব, পাপন ভাইয়ের ছবি বুকে নিয়ে ঘুরে বেড়াব।’