হোটেলে আল-শাবাবের হামলা, জিম্মি অনেকে

পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি গুরুত্বপূর্ণ হোটেল নিয়ন্ত্রণে নিয়েছে দেশটির সশস্ত্র জঙ্গি গোষ্ঠী আল শাবাব। জঙ্গিগোষ্ঠীটি জানিয়েছে, তারা কমপ্লক্সে নিয়ন্ত্রণে নিয়েছে এবং সবাইকে গুলি করছে।
শনিবার (২০ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

পুলিশ বলছে, হামলাকারীরা ভবনে প্রবেশের আগে গুলি চালায় এবং দুটি বোমা বিস্ফোরণ ঘটায়।

মোগাদিসুর আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের পরিচালক ও প্রতিষ্ঠাতা আবদিকাদির আবদি রহমান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, শুক্রবার গভীর রাত থেকে নয়জন আহত ব্যক্তিকে দ্য হায়াত হোটেল থেকে বের করা হয়েছে।

হোটেল থেকে আগুন লাগার দৃশ্য ও ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একাধিক ছবি ছড়িয়েছে। যদিও এসব ছবির সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয় পুলিশ জানিয়েছে, ‘হোটেল হায়াতকে লক্ষ্য করে দুটি গাড়ি বোমা হামলা হয়েছে। এর একটি হোটেলের প্রবেশদ্বারে বিস্ফোরণ ঘটে। আমরা বিশ্বাস করি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা হোটেলের ভেতরে অবস্থান করছে’।

কী কারণে হামলা করেছে এ বিষয়ে জঙ্গিগোষ্ঠীর পক্ষ থেকে কিছু জানানো হয়নি।