এবার সৌদি আরব ও আমিরাতের দ্বারস্থ পাকিস্তান

আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) থেকে অর্থ ছাড় করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। আইএমএফের মতে, ঋণ পেতে সব শর্ত পূর্ণ করেছে পাকিস্তান।

এ বিষয়ে চলতি আগস্ট মাসের শেষ দিকে আইএমএফের সাথে বোর্ড মিটিংয়ে বসবে পাকিস্তান।

এদিকে, ৫ আগস্ট এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, আইএমএফের এই ঋণ কর্মসূচি নিয়ে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। এ বিষয়ে দ্রুত ইতিবাচক অগ্রগতি আশা করছে পাকিস্তান।

উল্লেখ্য, আইএমএফের কাছ থেকে ১.২ বিলিয়ন ডলার সহযোগিতা চেয়েছে পাকিস্তান। গত মাসে আইএমএফ-পাকিস্তানের স্টাফ লেবেলে চুক্তিও হয়েছিল।

এ অর্থ ছাড়ের বিষয়ে সৌদি ও আমিরাতের আগে হোয়াইট হাউজ ও মার্কিন অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান।