যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বলছে- ইউক্রেন যুদ্ধ নতুন ধাপে প্রবেশ করছে। ইউক্রেনীয় বাহিনী এখন দক্ষিণাঞ্চলের সেতু, গোলাবারুদের গুদাম এবং রেল সংযোগকে টার্গেটে পরিণত করছে
টানা পাঁচ মাসের বেশি সময় ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে রাশিয়া-ইউক্রেনের। যুদ্ধ এখন নতুন ধাপে প্রবেশ করছে জানিয়ে সতর্ক করেছেন ব্রিটিশ গোয়েন্দারা। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে বলা হয়েছে- ইউক্রেনীয় বাহিনী এখন দক্ষিণাঞ্চলের সেতু, গোলাবারুদের গুদাম এবং রেল সংযোগকে টার্গেটে পরিণত করছে। রুশ বাহিনীর কাছ কৌশলগত গুরুত্বপূর্ণ খেরসন পুনরুদ্ধারে এসব নতুন নতুন কৌশল প্রয়োগ করছে ইউক্রেন।
রেলপথ ও সেতুর মাধ্যমে রুশ অধিকৃত ক্রিমিয়ার সঙ্গে সংযুক্ত হয়েছে খেরসন। আর রুশ বাহিনী ওই পথে ক্রিমিয়া থেকে গোলাবারুদ ও সেনা আনা-নেওয়া করে থাকে খেরসনে। রাশিয়াকে পরাস্ত করতে এসব সংযোগ সড়ক ধ্বংস করে দিচ্ছে ইউেক্রন। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা দিয়েছেন, যে করেই হোক খেরসনকে পুনরুদ্ধার করা হবে।
এ পরিস্থিতিকে চলমান যুদ্ধ ‘নতুন ধাপে’ প্রবেশ করতে চলছে বলে বিশ্বাস করে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোয় ইউক্রেনের সম্ভাব্য সদস্যপদ প্রাপ্তির কথা বিবেচনায় নিয়ে রাশিয়ার জাতীয় নিরাপত্তার ঝুঁকি মোকাবিলার নামে ২৪ ফেব্রুয়ারি এ সামরিক অভিযান আরম্ভ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধের পাঁচ মাসে ইউক্রেনের পূর্বাঞ্চলে দখল ও নিয়ন্ত্রণ বেশ মজবুত করে ফেলেছে রাশিয়া। বিশেষ করে লুহানস্ক পুরাই দখল করে নিয়েছে। এখন দোনেৎস্ক দখলেও জোর অভিযান চালাচ্ছে তারা। এখনো অবশ্য খারকিভ ও খেরসনের পতন হয়নি।
এই অভিযানকে পুরোপুরি অবৈধ অ্যাখ্যা দিয়ে মস্কোর ওপর একের পর এক কঠিন নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।