হাসপাতালে বান্ধবীসহ পশ্চিমবঙ্গের সেই মন্ত্রী

দুর্নীতির দায়ে গ্রেফতার পশ্চিমবঙ্গের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে রোববার সকালে হাসপাতালে নিয়ে গেছে তদন্তকারী সংস্থা ইডি।

সেখানে তাদের স্বাস্থ্যপরীক্ষা করানো হবে। পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে জোকার ইএসআই হাসপাতালে যান ইডির কর্মকর্তারা। খবর আনন্দবাজার পত্রিকার।

গত শুক্রবার জোকার হাসপাতালে পার্থ বলেছিলেন, তিনি ষড়যন্ত্রের শিকার। রোববার নতুন করে কিছু বলেন কিনা সেদিকে নজর রয়েছে সবার।

অন্যদিকে গত শুক্রবার কান্নায় ভেঙে পড়েছিলেন অর্পিতা। তিনিও কোনও মন্তব্য করেন কি-না, এ নিয়ে কৌতূহল রয়েছে বিভিন্ন মহলে।

শিক্ষাক্ষেত্রে ‘দুর্নীতি’ মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হেফাজতে রয়েছেন সদ্য সাবেক শিল্পমন্ত্রী তথা তৃণমূলের সাবেক পদাধিকারী পার্থ চট্টোপাধ্যায়।

গত ২২ জুলাই পার্থর নাকতলার বাড়িতে হানা দিয়েছিল ইডির দল। প্রায় ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাকে।

ইডি হেফাজতে রয়েছেন ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ও। অর্পিতার টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে। ইডির দাবি, ওই টাকা পার্থর বলে জেরায় দাবি করেছেন অর্পিতা।

এর আগে গত শুক্রবারও জোকার ইএসআই হাসপাতালে পার্থ ও অর্পিতার স্বাস্থ্যপরীক্ষা করানো হয়েছিল। সে দিন কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছিল অর্পিতাকে।