আমিরাত ডুবেছে তিন দশকের সর্বোচ্চ বৃষ্টিতে!

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের আশেপাশের অঞ্চলে গত দুই দিনে ২৩৪.৯ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজির (এনসিএম) এক মুখপাত্র বৃহস্পতিবার জানিয়েছেন, এবারের বৃষ্টিপাত আমিরাতের গত ২৭ বছরের ইতিহাসের মধ্যে সর্বোচ্চ। খবর গালফ নিউজের।

মঙ্গলবার থেকে ফুজাইরার অন্যান্য অংশে ভারী বৃষ্টিপাত হয়েছে। মাসাফিতে মোট ২১২.৭ মিমি, ফুজাইরাহ শিল্প এলাকায় ১৮৭.৯ মিমি, কালবাতে ১১২.২ মিমি এবং আল ফারফার এলাকায় ১০৪.২ মিমি বৃষ্টিপাত হয়েছে।

এনসিএম-এর মতে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত জুড়ে অবিরাম বৃষ্টিপাত হয়েছে। উত্তর দিকে ক্রান্তীয় অভিসারী রেখার চলাচলের ফলে উত্তর ভারত এবং দক্ষিণ পাকিস্তান থেকে প্রসারিত ওপরের এবং পৃষ্ঠের বায়ু নিম্নচাপের বর্ধিতকরণের ফলে ওমান সাগর থেকে আমিরাতের দিকে মেঘের বিভিন্ন ফর্মকে প্রবাহিত করতে সহায়তা করেছে।

বিভিন্ন ব্যবধানে বিভিন্ন তীব্রতার সঙ্গে বৃষ্টির কারণে দেশটির পূর্ব ও উত্তরাঞ্চলে স্যাঁতসেঁতে পরিবেশ সৃষ্টি হয়েছে। এমন অবস্থা বেশকিছু উপকূলীয় ও পশ্চিমাঞ্চলে বিস্তৃত হয়েছে। সেইসঙ্গে তাপমাত্রার হ্রাসও রেকর্ড করা হয়েছে।

এনসিএম-এর পূর্বাভাস অনুসারে শুক্রবারের মধ্যে আবহাওয়া স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

শুক্রবার তাপমাত্রার আরও বৃদ্ধির সঙ্গে সাধারণভাবে মেঘলা থাকবে এবং কিছু পূর্বাঞ্চলীয় এলাকায় সংবহনশীল মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যা সকালের মধ্যে অভ্যন্তরীণ এলাকায় প্রসারিত হতে পারে। পাশাপাশি আরব উপসাগর রুক্ষ থেকে মাঝারি এবং ওমান সাগর মাঝারি থেকে হালকা আকার ধারণ করতে পারে।bপ্রতিদিনের বৃষ্টিপাত স্থানীয় সময় সকাল ৯টায় নিয়মিত পরিমাপ করা হয়।