‘সোহানের অধিনায়কত্বের তেজ আছে’

আসন্ন জিম্বাবুয়ে সফরের জন্য ঘোষিত টি-টোয়েন্টি দল দেখে দেশের ক্রিকেটপ্রেমীরা বিস্মিত। দলে নেই অধিনায়ক ও অভিজ্ঞ তারকা মাহমুদউল্লাহ রিয়াদ।

একটি সূত্র বলছে, রিয়াদকে জোরপূর্বক বিশ্রাম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার পরিবর্তে জিম্বাবুয়ে সফরে অধিনায়ক করা হয়েছে নুরুল হাসান সোহানকে।

এমন দল ও সোহানকে অধিনায়ক ঘোষণায় অনেকেই সমালোচনা করছেন বিসিবির নীতিনির্ধারকদের।

সোহানের হাতে নেতৃত্ব দেওয়ার বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘সোহানের নেতৃত্বগুণ আছে। সে অ্যাগ্রেসিভ, স্পিরিটেড। দলের বাকি খেলোয়াড়দের মোটিভেট করতে পারে। আমরা সবাই আলাপ-আলোচনা করেই সোহানকে নেতৃত্ব দিয়েছি। ’

এর পরও কোথাও কোথাও সমালোচনার হাওয়া বইছেই।

এবার সোহানের পক্ষে এগিয়ে এলেন তার ঘরোয়া ক্রিকেটের কোচ সোহেল ইসলাম। জালাল ইউনুসের সুরে সুর মিলিয়ে জানালেন, সোহানের অধিনায়কত্বের তেজ আছে।

শনিবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে সোহেল বলেন, ‘সোহান ছোটবেলা থেকেই খুবই সাহসী। অধিনায়কত্বের জন্য তেজ থাকা একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে ওর মধ্যে। (ঘরোয়া ক্রিকেটে) দীর্ঘদিন অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে ওর। আমার কাছে মনে হয় সোহান এখান থেকে বের হয়ে এসে সহজাতভাবেই তার দায়িত্ব পালন করতে পারবে।’

ঘরোয়া ক্রিকেটে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ইমরুল কায়েসের পাশাপাশি দীর্ঘদিন ধরে শেখ জামালের নেতৃত্ব দিয়েছেন সোহান। সে দলেরই কোচ সোহেল। সোহানকে খুব কাছ থেকে দেখেছেন তিনি।

সেই অভিজ্ঞতা থেকে সোহেল বলেন, সোহান নিজের সিদ্ধান্তের প্রতি আত্মবিশ্বাসী থাকে। অধিনায়ক হিসেবে এটি সবচেয়ে বড় ব্যাপার। সে সিদ্ধান্তগুলো খুবই কনফিডেন্টলি নেয়। বোলার পরিবর্তনের সময় সে কী চায় বোলারের কাছে, উদ্ভূত পরিস্থিতিতে কী করতে হবে এই জিনিসগুলো সোহান ব্যাখ্যা করে, যেটা বোলারদের জন্য বল করা অনেক সহজ হয়ে যায়। সব মিলিয়ে অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়ে খেলাটা সোহানের মধ্যে আছে।’