ভোটে দুই স্ত্রী জেতার পর ৩য় স্ত্রীকে দাঁড় করাতে না পেরে দুঃখ পেলেন তিনি

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের মতোই ভারতের পঞ্চায়েত নির্বাচন। কাজও একই, শুধু নাম আলাদা। দুই স্ত্রীকে পঞ্চায়েত নির্বাচনে দাঁড় করিয়ে খবরের শিরোনামে উঠে আসেন ভারতের মধ্যপ্রদেশের আলিরাজপুরের নানপুর গ্রামের প্রাক্তন পঞ্চায়েত প্রধান সমরথ মোরিয়া।

আবার তিনি চর্চার কেন্দ্রে। পঞ্চায়েত নির্বাচনে জিতেছেন তার দুই স্ত্রী। ইচ্ছা ছিল তৃতীয় স্ত্রীকেও পঞ্চায়েত নির্বাচনে দাঁড় করানোর। তবে দুই স্ত্রী পঞ্চায়েত নির্বাচনে দুই স্ত্রী জেতার পর ৩য় স্ত্রীকে দাঁড় করাতে না পেরে দুঃখ পেলেন সমরথ। স্ত্রীদের সঙ্গে নিয়ে তিনি এখন গ্রামের দুয়ারে দুয়ারে ঘুরে ভোটারদের ধন্যবাদ জানাতে ব্যস্ত।

তৃতীয় স্ত্রীকে নির্বাচনে দাঁড় করালে তাকে শিক্ষা বিভাগে পিয়নের চাকরি ছাড়তে হত কিন্তু সরকারি চাকরি হাত ছাড়া করতে রাজি হননি সমরথ। স্ত্রীরা নির্বাচনে জেতার পর বিজেপি নেতা সমরথ বলেন, “আমি প্রচণ্ড আনন্দে আছি। এখানকার মানুষ আমাকে এবং আমার স্ত্রীদের খুবই ভালবাসেন। তাদের আশীর্বাদেই আমার স্ত্রীরা সফল হয়েছেন। আমি আমার তিন স্ত্রীকে এক সঙ্গে নিয়ে শান্তিতে থাকি এবং আমরা গ্রামের সব অনুষ্ঠানেই উপস্থিত থাকি।’’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, দুই স্ত্রীর জয়ে সমরথ এতটাই খুশি যে তিনি গ্রামে মানুষদের ভোজের জন্যও আমন্ত্রণ জানাচ্ছেন। চলতি বছরের ৩০ এপ্রিল আলিরাজপুর শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে নানপুরে তিন স্ত্রী সাকরি, মেলা এবং ননী বাইকে অনুষ্ঠান করে বিয়ে করেন। এদের মধ্যে ননী শিক্ষা বিভাগের পিয়ন।

তবে ছোটবেলাতেই এই তিন জনকে বিয়ে করেছিলেন সমরথ। ২০০৩ সালে ননীকে, ২০০৮ সালে মেলাকে এবং ২০১৭ সালে সাকরিকে বিয়ে করেন তিনি। তবে আনুষ্ঠানিক ভাবে বিয়ে হয় ২০২২-এ। সমরাথ ভিলালা উপজাতির সদস্য। এই উপজাতিতে এখনও বহুবিবাহের প্রচলন আছে।