প্রতিরোধ গড়েছে ওয়েস্ট ইন্ডিজ

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের সামনে ব্যাট করতে নেমে দাঁড়াতেই পারছিলেন না ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। শুরুর ছয় ওভারেই হারিয়েছে প্রথম তিন ব্যাটারকে। এবার চতুর্থ উইকেট জুটিতে প্রতিরোধ গড়েছেন নিকোলাস পুরান ও কেসি কার্থি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটে মাত্র ৭১ রান তুলেছে স্বাগতিকরা।

এখন কেসি কার্থি ২৬ রানে কার্থি ও ২৮ নিকোলাস পুরান।

হোয়াইটওয়াশের মিশনে খেলতে নেমে টস জিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশি অধিনায়ক তামিম ইকবাল খান। আর এর মাধ্যমে টানা তিন ম্যাচে টস জেতে হ্যাটট্রিক পূর্ণ করেছেন।

এদিকে টস হেরে ব্যাট করতে নেমে তাইজুল-মোস্তাফিজদের দুর্দান্ত বোলিংয়ে শুরুটা ভালো হয়নি উইন্ডিজের। ইনিংসের তৃতীয় ওভারেই প্রথম দুই ম্যাচ খেলতে না পারা তাইজুল ইসলাম ক্যারিবিয়ান ওপেনার ব্রেন্ডন কিংকে সাজঘরে ফেরান। পঞ্চম ওভারে আরেক ওপেনার সাই হোপকে নিজের শিকান বানান তিনি। আউট হওয়ার আগে কিং ৮ ও হোপ ২ রান করেন। আর দ্বিতীয় উইকেটে ব্যাট করতে এসে মোস্তাফিজুর রহমানের বলে ৪ রানে আউট হন শামারা ব্রকস।

টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হারা বাংলাদেশ দল নিজেদের পছন্দের ফরম্যাট ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে পাত্তাই দিচ্ছে না। প্রথম দুই ম্যাচে টানা জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছেন রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। তাই তাদের সামনে উইন্ডিজকে হোয়াইটওয়াশ করার হাতছানি দিচ্ছে। আর সেই লক্ষ্যেই আজ খেলতে নেমেছে তামিম বাহিনী।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম ও নাসুম আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:

নিকোলাস পুরান(অধিনায়ক), সাই হোপ, রোভম্যান পাওয়েল, শামারা ব্রকস, ব্রেন্ডন কিং, কেসি কার্তি, কিমো পল, রোমারিও শেফার্ড, গুদাকেস মোতি, আলযারি জোসেফ ও আকিল হোসেন।