পরিচয়পত্র চাওয়ায় টোলকর্মীকে ধরে থাবালেন দ্য গ্রেট খালি

পরিচয়পত্র চাওয়ায় টোল প্লাজার কর্মীদের মারধরের অভিযোগ উঠল সাবেক বিশ্ব রেসলিং চ্যাম্পিয়ান দ্য গ্রেট খালি বা দিলীপ সিং রানার বিরুদ্ধে। এই মর্মে তার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

দেখা যায়, টোল প্লাজায় দাঁড়িয়ে রয়েছে তার গাড়ি। তিনি পুলিশ ও প্লাজায় কর্মরত কর্মীদের কিছু বলছেন। যদিও ভিডিওটি কবের তা জানা যায়নি। খালির পক্ষ থেকে মুখ খোলা হয়নি। পাশাপাশি এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর স্থানীয় প্রশাসন কোনও পদক্ষেপ গ্রহণ করছে কি না, সেই ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

ভিডিওতে দেখা যায়, পাঞ্জাবের একটি টোল প্লাজায় খালির গাড়ি দাঁড়িয়ে। পরিচয়পত্র চাওয়ায় টোলকর্মীকে ধরে থাবালেন দ্য গ্রেট খালি। খালি অভিযোগ করেন তাকে ব্ল্যা’কমেল করার চেষ্টা করেন টোল প্লাজার কর্মীরা। পাল্টা কর্মীর দাবি করেন, তারা খালির পরিচয়পত্র দেখতে চাইলে খালি তাদের থাবা মারেন।

ভিডিয়োতে দেখা যায় একজন পুলিশকর্মী রয়েছেন ও টোল প্লাজার কর্মীরা খালির গাড়ি ঘিরে রেখেছেন। ভিডিয়োতে খালিকে পরিচয়পত্র দেখাতে বলতে শোনা যায়। এতে দুপক্ষের মধ্যে মতবিরো’ধ হয়। খালির গাড়ি আ’টকানোর চেষ্টা করেন প্লাজার কর্মীরা, কিন্তু খালি তা সরিয়ে দিতে যান।

ভিডিয়োতে শোনা যায়, খালি বলছেন তার কাছে পরিচয়পত্র নেই। এরপর টোল প্লাজার কর্মীরা অনবরত খালিকে থাবা মারার ব্যাপারে প্রশ্ন করেন ও পুলিশের কাছেও অভিযোগ করেন। এক কর্মী পুলিশকে বলেন, “খালি আমাদের কর্মীকে থাবা মারেন, ওর কাছে পরিচয়পত্র চাওয়ার পর ও আ’ক্রম’ণাত্মক হয়ে যায়।”

যদিও ভিডিয়োতে পুলিশকে কিছু করতে দেখা যায়নি। এখনও পর্যন্ত পুলিশ বা কোনও পক্ষ সরকারি বিবৃতি দেয়নি এই বিষয়ে। রেসলিং ছাড়ার পর খালি একাধিক রেসলিং স্কুল চালান। তিনি বিজ্ঞাপন, রিয়্যালিটি শো-তে অংশগ্রহণ করেন।