আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র্র্যাংকিংয়ে চমক দেখালেন মিরাজ

টেস্ট ক্রিকেটের পর বর্তমানে ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছেন জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বোলিংয়ের পাশাপাশি বর্তমান সময়ে ব্যাট হাতেও বাংলাদেশ দলকে ভালো সাপোর্ট দিচ্ছেন মিরাজ। যে কারণে আইসিসি ওয়ানডে বোলিং র্র্যাংকিংয়ে পাশাপাশি অলরাউন্ডার র্র্যাংকিংয়ে ও দারুন উন্নতি করেছেন মেহেদী হাসান মিরাজ।

আইসিসি ওয়ানডে বোলিং এবং অলরাউন্ডার র্র্যাংকিংয়ে ২ ধাপ উন্নতি করেছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন মেহেদী হাসান।

৯ ওভারে দুই মেডেইন সহ ৩৬ রানে নিয়েছেন তিনটি উইকেট। যে কারণে প্রথম ওয়ানডে ম্যাচে ম্যাচের সেরা পুরস্কার পান মেহেদী হাসান মিরাজ। যার প্রভাব পড়েছে আইসিসি ওয়ানডে বোলিং র্র্যাংকিংয়ে। অষ্টম নম্বর থেকে ২ ধাপ উন্নতি করে ষষ্ঠ স্থানে পৌঁছে গেছেন মেহেদী হাসান।

বর্তমানে ৬৭৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। তবে তিন ধাপ উন্নতি করে বোলিং র্র্যাংকিংয়ে শীর্ষ স্থানে উঠে গিয়েছেন ভারতের ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহ। গতকাল ইংল্যান্ডের বিপক্ষে বল হাতে একাই তুলে নিয়েছেন ৬ উইকেট।

যার সুবাদে ৭১৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে উঠে গেছেন তিনি। ৭১২ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ডের ফার্স্ট বোলার ট্রেন্ট বোল্ট। পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রীদি রয়েছেন তৃতীয় স্থানে। এছাড়াও ১১ তম স্থানে রয়েছেন সাকিব আল হাসান এবং ১৫ তম স্থানে রয়েছেন মুস্তাফিজুর রহমান।

অন্যদিকে অলরাউন্ডার র্র্যাংকিংয়ে শীর্ষে অবস্থান করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেইসাথে বাংলাদেশের দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে অলরাউন্ডার র্র্যাংকিংয়ে সেরা ৮-এ পৌঁছে গেছেন মেহেদী হাসান মিরাজ। ২৩৮ রেটিং পয়েন্ট নিয়ে ৮ নম্বরে রয়েছেন তিনি।