কোহলিকে বাদ দিয়ে তরুণদের দলে রাখতে বললেন কপিল দেব

বিরাট কোহলির দলে থাকা নিয়ে এ বার প্রশ্ন তুললেন কপিল দেব। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের প্রশ্ন, খারাপ ফর্মের জেরে যদি ভারতের টেস্ট দল থেকে রবিচন্দ্রন অশ্বিনকে বাদ দেওয়া যায় তা হলে লাগাতার ব্যর্থ কোহলিকে কেন ভারতের টি-২০ দল থেকে বাদ দেওয়া যাবে না।

২০১৯ সালের অক্টোবর মাসের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে শতরান নেই কোহলির। সামনেই টি-২০ বিশ্বকাপ। তার আগে কোহলির ভবিষ্যৎ নিয়ে ভারতীয় ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে নেওয়া উচিত বলে মনে করছেন কপিল।

তিনি বলেন, ‘‘এখন এমন পরিস্থিতি যে কোহলিকে টি-২০ দলের বাইরে রাখতে হতে পারে। যদি বিশ্বের দু’নম্বর বোলার অশ্বিনকে টেস্ট দলের বাইরে রাখা যায় তা হলে কোহলিকে বাইরে রাখতে সমস্যা কোথায়।’’ কোহলিকে বাদ দিয়ে তরুণ ক্রিকেটারদের দলে রাখতে বললেন কপিল দেব।

কপিল বলেন, ‘‘কোহলিকে এত বছর ধরে যে ছন্দে ব্যাট করতে দেখেছি, এখন ও তার ধারেকাছেও নেই। ও রান করতে পারছে না। অন্য দিকে অনেক তরুণ ক্রিকেটার ভাল খেলছে। তার পরেও ওদের দলের বাইরে রাখা উচিত নয়।’’