পবিত্র ঈদুল আজহার দিন ঈদের নামাজের জামাতের আনুষ্ঠানিক সময় ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ওয়াকফ কর্তৃপক্ষ এ সময়সূচি ঘোষণা করে।
আগামীকাল শনিবার (৯ জুলাই) সংযুক্ত আরব আমিরাতে পালিত হবে ঈদুল আজহা। ওয়াকফ ঘোষিত সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে ঈদের জামাতের সময়সূচি হলো-
আবুধাবি ৫ঃ৫৭ মিনিট, আল-আইন ৫ঃ৫১ মিনিট, মাদিনা জায়েদ ৬ঃ০২ মিনিট, দুবাই ৫ঃ৫২ মিনিট, শারজাহ ৫ঃ৫১ মিনিট, রাস-আল
খাইমাহ ৫ঃ৪৮ মিনিট, ফুজিরাহ ৫ঃ৪৮ মিনিট, উম আল কূইয়ান ৫ঃ৫০ মিনিট এবং আজমানে ৫ঃ৫১ মিনিটে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে।