আরব দেশগুলোর সঙ্গে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি ইসরায়েলের

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা আরব দেশগুলোর সঙ্গে তিন বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি করেছে দেশটি। বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজ এ তথ্য জানিয়েছেন।
বেনি গানৎজ জানান, ২০২০ সাল থেকে যেসব আরব দেশ আব্রাহাম চুক্তির আওতায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে, সেসব দেশের সঙ্গে এর পর থেকে ৩০০ কোটি (৩ বিলিয়ন) মার্কিন ডলারের অস্ত্র চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ সময়ের মধ্যে মিসর ও জর্ডানসহ আরব এ দেশগুলোর সঙ্গে ১৫০ বার বৈঠক করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজ ।

মার্কিন সহায়তায় ইরানের বিরুদ্ধে একটি জোট গঠন করতে আরব এ দেশগুলোর সঙ্গে এ অস্ত্র চুক্তি করছে ইসরায়েল।

ইসরায়েলকে এ অঞ্চলে একটি শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চায় যুক্তরাষ্ট্র। এ কারণে গোপনে আরব দেশগুলোকে বাগে আনার এ প্রকল্প হাতে নিয়েছে ইহুদিবাদী দখলদার এ দেশটি।

সূত্র: আনাদোলু এজেন্সি