সব ভুলে এক হতে মিশরে গেলেন কাতারের আমির

মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি শুক্রবার সরকারি সফরে মিশর গেছেন। নিজেদের মধ্যে থাকা দ্বন্দ্ব ভুলে এক হতে মিশরে গেছেন কাতার আমির। তিনি দেশটির প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির সঙ্গে সাক্ষাৎ করবেন।

শেখ তামিম বিন হামাদ আল-থানি সর্বশেষ ২০১৫ সালে মিশরে এসেছিলেন। এর কিছুদিন পর সৌদি আরবের সঙ্গে কাতারের সম্পর্ক বেশ খারাপ হয়ে যায়।

এরপর ২০১৭ সালে সৌদি আরবের সঙ্গে মিলে কাতারকে বয়কট এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে মিশর। সৌদি আরব ও মিশরের সঙ্গে সে সময় যোগ দিয়েছিল আরব আমিরাত এবং বাহরাইন। তাদের দাবি ছিল কাতার জঙ্গিবাদকে মদদ দেয়। তবে সেই দাবি সবসময় প্রত্যাখান করেছে দেশটি।

বয়কট ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কারণে তাদের মধ্যে থাকা সম্পর্ক তলানিতে নামে। শুরু হয় বিভিন্ন আঞ্চলিক বিরোধ। এখন সেগুলো মিটিয়ে এক হতে চাচ্ছে দেশগুলো।

২০২১ সালের শুরুতেই পুনরায় সম্পর্ক স্থাপনের কথা জানায় তারা। এরপরই দেশগুলোর মধ্যে কূটনৈতিক কার্যক্রম শুরু হয়।

কয়েকদিন আগে মিশর সফরে আসেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তিনি দেশটির সঙ্গে ৭.৭ বিলিয়ন ডলারের বাণিজ্যিক চুক্তি করেন। সালমানের সফর শেষেই গেলেন কাতারের আমির।

সূত্র: আল আরাবিয়া