নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নে মো. বাহার উল্যা (৪০) নামের এক সৌদিপ্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এক মাস আগে পরকীয়া প্রেমিকের সঙ্গে তার স্ত্রী বিবি রহিমা আক্তার নিপু (৩৩) পালিয়ে যাওয়ায় ক্ষোভে বাহার উল্যাহ আ’ত্মহ’ত্যা করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
বুধবার (২২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ৩ নম্বর ওয়ার্ড পশ্চিম নাটেশ্বর গ্রামের হাজীর আলী আদনান মাস্টারবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত বাহার উল্যা ওই বাড়ির আবদুল মান্নানের ছেলে। তিনি একজন সৌদিপ্রবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিকভাবে কয়েক বছর আগে বিবি রহিমা আক্তার নিপুর সঙ্গে বিয়ে হয় বাহার উল্যার। এটি তার দ্বিতীয় বিয়ে ছিল। রহিমার ঘরে তার একটি ছেলেসন্তান রয়েছে। বিয়ের কয়েক মাস পর পুনরায় সৌদি আরব চলে যান বাহার। এরই মধ্যে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন নিপু।
ওই সম্পর্কের সূত্র ধরে এক মাস আগে সেই প্রেমিকের সঙ্গে নিজের ছেলেকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান নিপু। বিষয়টি জানার পর বিদেশ থেকে গত সপ্তাহ আগে দেশে ফিরে আসেন বাহার। পরবর্তী সময়ে বিভিন্নভাবে স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হন তিনি। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন বাহার।
নাটেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন খোকন বিষয়টি নিশ্চিত করে জানান, স্ত্রী পালিয়ে যাওয়ার খবরে দেশে আসেন বাহার। বিষয়টি নিয়ে তিনি মানসিকভাবে হতাশ হয়ে পড়েন। এ ঘটনার জেরে বুধবার দুপুরে নিজের বসতঘরের একটি কক্ষে গলায় ফাঁস নিয়ে আ’ত্মহ’ত্যা করেন বাহার।
সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে বিষয়টি আ’ত্মহ’ত্যা বলে জানা গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।