গত পাঁচ মাসে সৌদি আরব বাংলাদেশ থেকে ৬ লাখেরও বেশি কর্মীভিসা ইস্যু করেছে। আজ মঙ্গলবার দূতাবাসে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দাহিলান এসব তথ্য জানান।
তিনি বলেন, প্রতিদিন দূতাবাস ৬ থেকে ৮ হাজার ভিসা ইস্যু করে। এই কর্মীভিসা দেওয়া অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘এছাড়াও ধর্মীয় সফর এবং ব্যবসায়ীদের ভিসা আলাদাভাবে দেওয়া হচ্ছে।’
এত বিপুল সংখ্যক ভিসা ইস্যু করতে সেকশনের কর্মকর্তাদের প্রতিদিন রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে বলে জানান রাষ্ট্রদূত। তিনি শ্রমিকদের আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা আপনাদের সকল কাগজপত্রসহ ভিসার জন্য আবেদন করুন। কারণ কাগজপত্রে ত্রুটি কিংবা কমতি থাকলে প্রক্রিয়া বিলম্বিত হয়।’
বাংলাদেশিদের জন্য সৌদি আরব ভিসা বন্ধ করেনি বা আসা-যাওয়ার ফ্লাইট স্থগিত করেনি বলেও তিনি জানান।
এদিকে বন্যায় কবলিতদের সহায়তা হিসেবে সরকারকে ৫০ টন খেজুর ত্রাণ সহায়তা দিয়েছে সৌদি আরব। এসব খেজুর বন্যাদুর্গত সিলেট, সুনামগঞ্জসহ অন্যান্য জেলায় বিলি করা হবে। এ বিষয়ে রাষ্ট্রদূত বলেন, ২০১৬ থেকে আমরা মোট ৩ হাজার ৯৩ টন খেজুর বাংলাদেশকে ত্রাণ সহায়তা দিয়েছি।