সৌদি প্রবাসীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আর যা করতে পারবেনা

সৌদি আরবের জেনারেল কমিশন ফর অডিওভিজুয়াল মিডিয়া সম্প্রতি একটি সিদ্ধান্তে সৌদি নাগরিক ব্যতিত অন্য যে কেউ, অর্থাৎ সৌদি প্রবাসী বা ভ্রমণকারীরা সৌদি আরবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন প্রকাশ করতে পারবেন না।

জেনারেল কমিশন ফর অডিওভিজুয়াল মিডিয়া জানিয়েছে, লাইসেন্স ব্যতিত সৌদি আরবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন প্রকাশ করা সৌদি শ্রম আইনের লঙ্ঘন। এছাড়াও, সৌদি প্রবাসীদের জন্যও এই নিয়ম প্রযোজ্য।

কমিশন আরও জানায়, ইতিমধ্যে বেশ কিছু সংখ্যক সৌদি প্রবাসী এবং সৌদি আরবে আসা ভ্রমণকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন প্রদান করার জন্য তদন্ত করা হয়েছে। যদিও তাদের সকল খরচ এবং বিজ্ঞাপন যথাযথ ছিলো, কিন্তু সৌদি আরবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দেয়ার জন্য যে লাইসেন্স এর প্রয়োজন হয়, তা না থাকার কারনে তারা জরিমানার সম্মুখীন হয়েছেন।

কমিশন জানায়, সৌদি নাগরিক ব্যতিত সৌদি প্রবাসীরা বা সৌদি আরবে আসা ভ্রমণকারীরা সৌদি আরবে সামাজিক যোগাযোগমাধ্যমে কোন প্রকার বিজ্ঞাপন প্রকাশ করতে পারবেন না অর্থাৎ নিজের পেইজ বা পণ্য বুস্ট করে গ্রাহকের কাছে পৌঁছাতে পারবেন না। সৌদি নাগরিক এবং যথাযথ লাইসেন্সধারীরাই শুধুমাত্র ফেসবুক, টুইটার, ইত্যাদি সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিতে পারবেন।