সৌদি আরবের বেসরকারি খাতে সরাসরি সূর্যের আলোর নিচে যেসব কর্মী কাজ করেন, তাদের বাধ্যতামূলকভাবে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত কর্মবিরতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। শিগগিরই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে সৌদি আরবের মানবসম্পদ এবং সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।
সৌদি আরবের স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশটির বেসরকারি খাতের যেসকল কর্মী সরাসরি সূর্যের আলোর নিচে কাজ করেন, তারা দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত বাধ্যতামূলকভাবে কর্মবিরতি পাবেন। সৌদি সরকারের এমন উদ্যোগে উপকৃত হবেন দেশটির প্রায় ২৭ লাখ ৪০ হাজার কর্মী, বিশেষ করে যারা আবাসন খাতের কাজে নিয়োজিত।
মানবসম্পদ এবং সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, বেসরকারি খাতের যেসকল কর্মীরা সারাদিন সূর্যের প্রখর তাপে সারাদিন কাজ করেন, তাদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সৌদি আরবের সকল তেল এবং গ্যাস কোম্পানি এই বাধ্যতামূলক কর্মবিরতির বাইরে থাকবে। এ ছাড়াও বিভিন্ন জরুরি পেশায় নিয়োজিত কর্মীরা এই নির্দেশনার বাইরে থাকবেন।
তবে কোনো প্রতিষ্ঠান যদি এই নিয়মের আওতায় থাকার পরেও বাইরে রোদের মাঝে কাজ করা কর্মীদের নির্ধারিত কর্মবিরতি না দেয়, তাহলে মন্ত্রণালয়ের কাস্টমার সার্ভিসের ১৯৯৯১১ ফোন নম্বরে কল করে অভিযোগ করতে পারবেন ভুক্তভোগীরা।
সৌদি শ্রম আইন অনুযায়ী, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্মীদের কর্মবিরতি না দিলে প্রতিবার নিয়ম অমান্য করার জন্য কমপক্ষে ৩ থেকে সর্বোচ্চ ১০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা দিতে হবে।