কুয়েতে বাংলাদেশিসহ ৩০৮ অভিবাসী গ্রেপ্তার

বাংলাদেশ-ভারতসহ বিভিন্ন দেশের ৩০৮ অভিবাসীকে গ্রেপ্তার করেছে কুয়েত কর্তৃপক্ষ। গত সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাহবুলা এলাকায় নিরাপত্তা অভিযান চালানো হয়।

স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক বেচাকেনা, মালিকের কাছ থেকে পালিয়ে যাওয়াসহ আবাসিক আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার রাতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

বলা হয়েছে, দেশটির মাহবুলা এলাকায় নিরাপত্তা অভিযান চালানো হয়। এ সময় ৩০৮ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে বাংলাদেশিও রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক বেচাকেনা, মালিকের কাছ থেকে পালিয়ে যাওয়াসহ আবাসিক আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।