মুখপাত্রকে সাসপেন্ড করল বিজেপি, স্বাগত জানাল সৌদি আরব

বিজেপি মুখপাত্র নূপুর শর্মার মন্তব্যের জেরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কানপুরের প্যারেড বাজার চত্বর। এর জেরে তাঁকে সাসপেন্ড করেছে বিজেপি। হজরত মহম্মদকে নিয়ে নূপুরের বিতর্কিত মন্তব্যের জল গড়িয়েছিল মধ্যপ্রাচ্যের ইসলামিক দেশেও।

ইসলামের অবমাননা মোটেই ভাল চোখে নেয়নি তারা। প্রিন্স ফয়জল বিন ফারহান আল-সৌদের নেতৃত্বে সৌদি আরবের বিদেশ মন্ত্রক এ নিয়ে তীব্র নিন্দা করেছিল। নূপুর শর্মাকে সাসপেন্ড করার পদক্ষেপকে স্বাগত জানাল তারা।

সৌদির বিদেশ মন্ত্রকের তরফে একটি টুইটও করা হয়। তাতে বিজেপি মুখপাত্রের মন্তব্যের কড়া ভাষায় নিন্দা প্রকাশ করা হয়েছিল। সাসপেন্ড করার পদক্ষেপ স্বাগত জানিয়ে বিভিন্ন বিশ্বাস এবং ধর্মের প্রতি শ্রদ্ধা জানানোর পরামর্শ দেওয়া হয়েছে সৌদির তরফে। হারামাইনের জেনারেল প্রেসিডেন্সির তরফেও এই মন্তব্যের নিন্দা করা হয়েছে।

বলা হয়েছে, যারা এমন মন্তব্য করে তারা নবীর আসল জীবনী জানে না। হজরত মহম্মদকে শ্রদ্ধা জানিয়ে বলা হয়, ‘আল্লার প্রার্থনা এবং শান্তি তাঁর ওপর থাকুক। পৃথিবীতে যারা পা রেখেছেন তাঁদের মধ্যে তিনিই সেরা। তিনিই মানবতার আলো, পৃথিবীকে দেওয়া এক করুণা।’