সত্যিকারের নেতার মতো কাজ করে প্রশংসায় ভাসছেন রোনালদো

নেশনস লিগের ম্যাচে হারের হাত থেকে বেঁচেছে পর্তুগাল। শেষ মুহূর্তের গোলে ১-১ গোলে ম্যাচ ড্র করেছে। এই ম্যাচে মোট ৬টা পরিবর্তন করেছিলেন কোচ। তবে সবথেকে উল্লেখ্যোগ্য ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর শুরু থেকে প্রথম একাদশে না থাকা।

দ্বিতীয়ার্ধে তিনি মাঠে নামলেন। গোল না পেলেও দলকে জেতাতে বড় ভূমিকা নিয়েছেন তিনি। রোনালদোকে প্রথম একাদশে না দেখে চমকে গিয়েছিলেন সমর্থকরা। পরে জানা যায়, দলের স্বার্থেই তিনি প্রথম থেকে নামেননি। আসলে ৩৭ বছরের রোনালদো ধীরে ধীরে যে নতুনদের দলের দায়িত্ব নেওয়ার জন্য তৈরি করছেন তা বোঝা গেল।

অতিরিক্ত রোনালদো নির্ভরতা থেকে বেরিয়ে আসতেই তার এই সিদ্ধান্ত। আর এই ম্যাচে নতুন নায়ক পেল পর্তুগাল। আট বছর আগে রিকার্ডো হোর্তা পর্তুগালের হয়ে অভিষেক করেছিলেন। এতদিন ছাপ ফেলার মত কিছু করতে পারেননি। এবার গোল পেয়ে শিরোনামে চলে এলেন।

আগামী ১০ দিনে পর্তুগালকে চারটে ম্যাচ খেলতে হবে। ফলে প্লেয়ারদের উপর চাপ পড়বে। রোনালদো মাত্র এক ঘণ্টা মাঠে ছিলেন। তাতেই দলের খেলার ধরন বদলেছিল। তিনি যখন মাঠে নামেন তখনই পেপে অধিনায়কের আর্মব্যান্ড রোনালদোর হাতে তুলে দেন। ম্যাচ শেষে সত্যিকারের নেতার মতো কাজ করে প্রশংসায় ভাসছেন রোনালদো।

একজন লেখেন, “রোনালদো নামার পর হারতে বসা ম্যাচ জিতল। একজন সত্যিকারের নেতা।” অপর সমর্থক লেখেন, “গোল্ডেন নিয়ম হল সব বল রোনালদোকে দাও। আর তারপর দেখার ও কতটা ভালো।” এক সমর্থক লেখেন, “৩৭ বছরে খেলতে নেমে রোনালদো ম্যাচ ঘুরিয়ে দিল।”