সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের ৩ ইনিংসেই ব্যাট হাতে জ্বলে উঠেন লিটন দাস। চট্টগ্রামে প্রথম টেস্টে ৮৮ রানের পর মিরপুরে ক্যারিয়ার সেরা ১৪১ রানের ইনিংস খেলেন তিনি। এর পরের দ্বিতীয় ইনিংসে ৫২ রান করেন লিটন। তিন ইনিংসে এক সেঞ্চুরি আর দুই ফিফটির সুবাদে র্যাঙ্কিংয়ে আরও ৫ ধাপ এগোলেন এই কিপার-ব্যাটসম্যান।
যে কারণে আইসিসি টেস্ট ব্যাটিং র্র্যাংকিংয়ে ১৭ নম্বর থেকে ১২ তম স্থানে উঠে এসেছেন লিটন দাস। যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে টেস্ট ক্রিকেট রেংকিং এর সর্বোচ্চ। ২০১৭ সালের আগস্টে টেস্ট ব্যাটারদের র্যাংকিংয়ে ১৪ নম্বরে উঠেছিলেন তামিম ইকবাল। যা ছিল আজকের আগে টেস্টে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সেরা র্যাংকিং।
১২ নম্বরে থাকা লিটন দাসের রেটিং এখন ৭২৪ । তার নিচে আছেন ডেভিড ওয়ার্নার, টম লাথামরা। অন্যদিকে ঢাকা টেস্টেও দারুণ শতক তুলে নেওয়া মুশফিকুর রহিমও এগিয়েছেন ৭ ধাপ।
৬৭৫ রেটিং নিয়ে তিনি আছেন ১৮ নম্বরে। সবার শীর্ষে ব্যাটারদের মধ্যে যথারীতি আছেন মার্নাস লাবুশানে। দুয়ে আছেন স্টিভ স্মিথ।
সূত্রঃ অনলাইন