আইপিএল শেষে দেখেনিন এক নজরে কে পেল কত রুপি প্রাইজমানি পেল

দুই মাসের বেশি সময় ধরে চলে অবশেষে ৬৫ দিনের মাথায় এসে শেষ হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসর। এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে আইপিএলের নতুন দল গুজরাট টাইটান্স। রানার্স আপ হয়েছে রাজস্থান রয়্যালস।

চ্যাম্পিয়নের শিরোপা জেতায় কত প্রাইজমানি হিসেবে কত রুপি পেলো গুজরাট? এদিকে রানার্স আপ হওয়াতে কত রুপি আসলো রাজস্থানের পকেটে? আসরের সেরা খেলোয়াড়রা কত রুপি করে আয় করলো? পাঠকদের জন্য তুলে ধরা হলো আইপিএলের প্রাইজমানির সেই পরিমাণ।

চ্যাম্পিয়ন: গুজরাট টাইটান্স, ২০ কোটি রুপি
রানার্সআপ: রাজস্থান রয়্যালস, সাড়ে ১২ কোটি রুপি
তৃতীয় স্থান: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ৭ কোটি রুপি

চতুর্থ স্থান: লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, সাড়ে ৬ কোটি রুপি
ফেয়ার-প্লে ট্রফি: যৌথভাবে গুজরাট ও রাজস্থান।
ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন: উমরান মালিক, ১০ লাখ রুপি

মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য সিজন: জস বাটলার, ১০ লাখ রুপি
ম্যান অব দ্য টুর্নামেন্ট: জস বাটলার, ১০ লাখ রুপি
ম্যান অব দ্য ফাইনাল: হার্দিক পান্ডিয়া, ৫ লাখ রুপি
সর্বোচ্চ রান: জস বাটলার, ১০ লাখ রুপি

সর্বোচ্চ উইকেট: যুজবেন্দ্র চেহেল, ১০ লাখ রুপি
সর্বোচ্চ ছয়: জস বাটলার, ১০ লাখ রুপি
সর্বোচ্চ চার: জস বাটলার, ১০ লাখ রুপি
গেম চেঞ্জার অব দা সিজন: জস বাটলার, ১০ লাখ রুপি

পাওয়ার প্লে অব দ্য সিজন: জস বাটলার, ১০ লাখ রুপি
সুপার স্ট্রাইকার অব দ্য সিজন: দিনেশ কার্তিক, ১০ লাখ রুপি
ফাস্টেস্ট ডেলিভারি অব দ্য সিজন: লোকি ফার্গুসন, ১০ লাখ রুপি
ক্যাচ অব দ্য সিজন: এভিন লুইস, ১০ লাখ রুপি

এবারের আসরে সর্বোচ্চ ৭টি পুরষ্কার পেয়েছেন রাজস্থান রয়্যালসের ইংলিশ ব্যাটসম্যান জস বাটলার। যিনি এবারের আসরে ৪টি করে শতক ও অর্ধশতকে ৮৬৩ রান করেছেন তিনি। এছাড়াও সর্বোচ্চ ২৭ উইকেট পেয়ে সেরা বোলারের পুরষ্কার জিতেছেন যুজবেন্দ্র চাহাল।