সৌদি আরবের সরকার পবিত্র নগরী মক্কায় প্রবেশে সীমিত পরিসরে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। চলতি বছরের হজ্ব মৌসুম শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে, যা গতকাল বৃহস্পতিবার (২৬ মে) শুরু হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে গালফ নিউজ এই তথ্য জানিয়েছে।
খবর অনুসারে, আলোচিত সময়ে সৌদি আরবে কর্মরত বাংলাদেশীসহ কোনো দেশের প্রবাসীরা মক্কা শহরে ঢুকতে পারবেন না। হজ্জ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
আলোচিত নিষেধাজ্ঞা কার্যকরে মক্কা নগরীর প্রতিটি প্রবেশমুখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোরভাবে দায়িত্ব পালন করবে। বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়িসহ সব ধরনের যানবাহনের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। তবে যেসব প্রবাসীর উমরাহ ও হজ্জ করার অনুমতি রয়েছে, তারা আলোচিত নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না।
এছাড়া যেসব প্রবাসীর মক্কায় প্রবেশের অনুমতি রয়েছে এবং যাদের নামে মক্কায় কাজ করার অনুমতিপ্র (Iqama) রয়েছে, তাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।