মালয়েশিয়া দিল নতুন নিষেধাজ্ঞা

ভারতের গম ও ইন্দোনেশিয়ার পাম তেলের পরে, এবার মুরগি রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়া। দিনকে দিন মালয়েশিয়ার নিজস্ব বাজারে মুরগির দাম বেড়ে যাওয়ায়, দেশটির সরকার মুরগি রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছে।

সোমবার (২৩ মে) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাঈল সাবরি ইয়াকুব বলেন, ‘যত দিন না আমাদের বাজারে মুরগির দাম স্বাভাবিক থাকছে, তত দিন পর্যন্ত আমরা মুরগি রফতানি বন্ধ রাখছি।’

দেশটির রফতানি পরিসংখ্যান থেকে দেখা যায়, প্রতি মাসে দেশটি ৩ দশমিক ৬ মিলিয়ন মুরগি রফতানি করে থাকে। জুন মাস থেকে এই রফতানি কার্যক্রম বন্ধ থাকছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘আমাদের মূল লক্ষ্য জনগণকে সেবা দেওয়া। সে লক্ষ্যে স্থানীয় বাজারে মুরগির দাম বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

মালয়েশিয়ার মুরগির সব থেকে বড় বাজার পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুর। সিঙ্গাপুরেই মালয়েশিয়া চার ভাগের তিন ভাগ মুরগি রফতানি করে থাকে। হঠাৎ করে রফতানি বন্ধের ঘোষণায় সিঙ্গাপুরের নাগরিকরা আগেভাগে মুরগি কিনে রাখছে। এতে বাজারগুলোতে অন্যান্য সময়ের তুলনায় বেশি ভিড় লক্ষ করা গেছে।

সোমবার (২৩ মে) সিঙ্গাপুরের ফুড এজেন্সি ভোক্তাদের ফ্রোজেন মুরগি কেনার জন্য অনুরোধ জানিয়েছে। আতঙ্কিত হয়ে বাজারে ভিড় করতেও নিষেধ করা হয়েছে তাদের।

এজেন্সিটি তাদের দেওয়া বিবৃতিতে জানিয়েছে, ‘স্বীকার করছি কয়েক দিনের জন্য বাজারে জীবিত মুরগির একটি সংকট দেখা দিতে পারে। তবে পর্যাপ্ত পরিমাণে ফ্রোজেন মুরগি পাওয়া যাবে। আমরা ভোক্তাদের বলতে চাই, আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। যতটুকু মাংস প্রয়োজন কেবল ততটুকুই কিনুন।’

সূত্র: বিবিসি