সৌদি আরবে ১২ হাজার ৪৫৮ জন অবৈধ অভিবাসী গ্রেফতার

সৌদি আরবে বাংলাদেশী নাগরিকসহ ১২ হাজার ৪৫৮ জন অবৈধ অভিবাসীকে গত এক সপ্তাহে রেসিডেন্সি আইন, শ্রম আইন, এবং সীমান্ত আইন অমান্য করার অপরাধে গ্রেফতার করা হয়েছে।

সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অফ পাসপোর্ট (জাওয়াজাত), সৌদি আরবের বিভিন্ন নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর সাথে সম্মিলিত প্রচেষ্টায় এসকল অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়।

গত ১২ মে ২০২২ থেকে ১৮ মে, ২০২২ পর্যন্ত এক সপ্তাহে সৌদি আরবে রেসিডেন্সি আইন অমান্য করার অপরাধে ৭ হাজার ৮৩৬ জন, সীমান্ত আইন অমান্য করার অপরাধে ৩ হাজার ১৩৪ জন, এবং শ্রম আইন ভঙ্গ করার অপরাধে ১ হাজার ৪৮৮ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে।

অবৈধ উপায়ে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের সময়ে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে ১১৫ জনকে। এর মাঝে ৪৭ শতাংশ ইয়েমেনি, ৩৫ শতাংশ ইথিওপিয়ান, এবং ১৮ শতাংশ অন্যান্য দেশের নাগরিক ছিলেন।

অবৈধ উপায়ে সীমান্ত পার হয়ে সৌদি আরব থেকে পালানোর সময় হাতেনাতে আটক করা হয়েছে ৭১ জনকে।