পিটিআই-এর ‘আজাদি মার্চ’-এর সময় সুপ্রিম কোর্টের আদেশ লঙ্ঘনের জন্য পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (এসসি) আদালত অবমাননার অভিযোগ দায়ের করেছিলেন ফেডারেল সরকার । আজ বৃহস্পতিবার (২৬ মে) সকালে এই অবমাননার আবেদন দায়ের করা হয়েছে। তবে পাকিস্তান সুপ্রিম কোর্ট দায়ের করা সেই পিটিশন খারিজ করে দিয়েছেন।
প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন বেঞ্চ এই সিদ্ধান্ত দেয়। সুপ্রিম কোর্টের বেঞ্চটি বলেছে, আদালত বুধবারের সিদ্ধান্তেই অটল আছে। এর আগে গতকাল বুধবার পাকিস্তানের কেন্দ্রীয় সরকারকে ইমরান খানের দলের শান্তিপূর্ণ লংমার্চের বাধা না দিয়ে বিকল্প পথ তৈরি করে দেওয়ার আদেশ দেয়।
এর আগে নতুন নির্বাচনের দাবিতে তার নেতৃত্বাধীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকরা রাজধানী ইসলামাবাদ অভিমুখে এ লংমার্চ শুরু করেন। এসময় পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং পিটিআই চেয়ারম্যান ইমরান খান সরকারকে বিধানসভা ভেঙে দিতে এবং নির্বাচন ঘোষণা করার জন্য ছয় দিনের আলটিমেটাম দিয়েছেন।