ঢাকার কেরানীগঞ্জে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে সাবেক স্ত্রী রেশমা আক্তারকে হত্যার অভিযোগে মো. নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-১০।
গতকাল রোববার রাত ১০টার দিকে রাজধানীর কাকরাইল এলাকা থেকে নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে রাজধানীর কাওরানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
নিহত রেশমার বোন বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় নুরুল ইসলামসহ দুই-তিনজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন নুরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে র্যাব-১০-এর ডিআইজি মাহফুজুর রহমান জানান, রেশমা আক্তার প্রথমে কাতারে ছিলেন। পরে জর্ডান ঘুরে দেশে আসেন। কাতারে থাকার সময় প্রবাসী এক তরুণের সঙ্গে তার সম্পর্ক ছিল—এমন সন্দেহে নিয়ে বিবাদের সৃষ্টি হয়। এরপর স্ত্রী রেশমাকে তালাক দেন নুরুল ইসলাম। সম্প্রতি দেশে ফেরেন রেশমা।
তিনি আরও বলেন, দেশের ফেরার পর রেশমাকে নিয়ে আবার সংসার করার প্রলোভন দেখিয়ে হত্যার পরিকল্পনা করেন নুরুল। গত ১৭ মে রাতে পরিকল্পিতভাবে রেশমাকে মডেল থানার বরিশুর এলাকায় তার ভাড়া বাসায় নিয়ে ধারালো চাকু দয়ে গলা কেটে নুরুল হত্যা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।