সৌদিতে বাড়ছে দক্ষ কর্মীর চাহিদা

এক সাক্ষাত্কারে সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, সৌদিতে দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে। বাংলাদেশি কর্মীদের জন্য সৌদি আরবে সব খাতে কাজের সুযোগ আছে। বিদ্যমান সুযোগ কাজে লাগাতে হলে তাদের দক্ষ হতে হবে। একই সঙ্গে দালালদের তত্পরতার বিষয়ে সবাইকে সচেতন করতে হবে।

রাষ্ট্রদূত বলেন, দালালরা অনেক ক্ষেত্রে কর্মীদের প্রলুব্ধ করতে বলে থাকে, সৌদি আরবে যাওয়ার পর তাঁরা প্রাসাদে থাকবেন। মাসে বেতন হবে দুই হাজার ডলারেরও বেশি। এরপর কর্মীরা সৌদি আরব গিয়ে দেখেন পরিস্থিতি ভিন্ন। এরপর তাঁরা হতাশ হয়ে নিয়োগের শর্ত ভেঙে নিয়োগকারীকে ছেড়ে যান। এতে তাঁরা সমস্যায় পড়েন।

রাষ্ট্রদূত বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বৈঠকগুলোতে তিনি এ বিষয়গুলো তুলে ধরেছেন।

রাষ্ট্রদূত বলেন, ‘এই কর্মীদের দুঃখ-কষ্ট আমিও অনুভব করি। ওই কর্মীরা জমি, গরু, সহায়-সম্বল বিক্রি করে বা বন্ধক দিয়ে বিদেশে যান। তাঁরা যেন কোনোভাবেই প্রতারণার শিকার না হন সেটিই প্রত্যাশা করি। আমি চাই, বাংলাদেশি কর্মীরা জেনে-বুঝে সৌদি আরবে যান এবং সেখানের আইন মেনে চলুন।’