সপ্তাহে দু’দিন ছুটির কথা ভাবছে সৌদি সরকার

বেসরকারি খাতের সকল শ্রমিকদের জন্য সাপ্তাহিক ছুটি দুই দিন বাড়িয়ে কাজের সময় সম্পর্কিত শ্রম আইনের নিবন্ধটি সংশোধন করার কথা ভাবছে সৌদি আরব। মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের বরাতে খবরটি জানিয়েছে সৌদি গেজেট।

মন্ত্রণালয়ের মুখপাত্র সাদ আল-হাম্মাদ বলেন, দেশটির ২০৩০ এর ভিশনের আলোকে মন্ত্রণালয় এমন সব ব্যবস্থা গ্রহণ করতে আগ্রহী যা শ্রমিকদের এবং শ্রমবাজারের স্বার্থে সরকারের উদ্দেশ্য এবং শ্রমবাজার কৌশল অর্জনে অবদান রাখে।

বেসরকারী খাতের কর্মচারীদের জন্য দুদিনের সাপ্তাহিক ছুটি কার্যকর করার বিষয়ে মানবসম্পদ মন্ত্রণালয়কে দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে এবং চাকরির বাজার আকৃষ্ট করতে হবে বলে জানান তিনি।

মুখপাত্র আরও বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত আসলে মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টগুলির মাধ্যমে প্রকাশ করা হবে।