সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস। শনিবার রাত ১১টা নাগাদ না ফেরার দেশে পাড়ি জমান তিনি। মাত্র ৪৬ বছর বয়সে জীবনের ইনিংস থেমে গেল তার।
ক্রিকেটের বাইরেও সাইমন্ডসের বিনোদন দুনিয়ায় বিচরণ ছিল। অংশ নিয়েছিলেন ভারতের বিতর্কিত জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসে। ২০১১ সালে এই শোয়ের পঞ্চম আসরে দুই সপ্তাহ ছিলেন বিগ বসের ঘরে। ওই সিজনের প্রতিযোগী সানি লিওনের সঙ্গেও সখ্যতা গড়ে উঠেছিল তার।
বিগ বসের ঘরে দারুণ অভিজ্ঞতা হয়েছিল বলে জানিয়েছিলেন সাইমন্ডস। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি প্রতিযোগী সানিকে নিয়ে কোনো দুঃখ পাইনি। আমার মনে হয় ওকে আরও জানতে পারব, ও মজার মেয়ে। একসঙ্গে থাকাটা উপভোগ্য হবে।’
তবে বিগ বসের ঘরে বেশ বিরক্ত হয়েছিলেন সাইমন্ডস। তিনি বলছিলেন, ‘মাঠের বাইরে এতটা দীর্ঘ সময় ধরে ক্যামেরার সামনে থাকা অভ্যাস নেই আমার। কিন্তু বিগ বসের ঘরে পাঁচিলের ওপাশে থেকে যাওয়া পৃথিবীটা না দেখতে পাওয়াটা খুবই বিরক্তিকর। এখান থেকে তো বেরিয়ে যেতে পারব না।’
কুইন্সল্যান্ডে নিজের গাড়ি চালাচ্ছিলেন সাবেক এই তারকা ক্রিকেটার। হারভি রেঞ্জ রোডের কাছে আলিস রিভার ব্রিজ থেকে বামে বাঁক নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। এ সময় গাড়িতে একাই ছিলেন সাইমন্ডস।