জেদ্দায় গলায় ফাঁস দিয়ে বাংলাদেশি যুবকের আ’ত্মহ’ত্যা,পরিবারে শোকের মাতম

সৌদি আরবের জেদ্দায় ফাঁসিতে ঝুলে শহিদুল ইসলাম (৩৩) নামে এক বাংলাদেশি যুবক আ’ত্মহ’ত্যা করেছেন বলে জানা গেছে। তাঁর মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম চলছে। এলাকায় নেমে এসেছে শোক ।

গত রোববার স্থানীয় সময় দুপুর ২টায় জেদ্দা শহরে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মালেক। শহিদুল ইসলামের বাবা ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন।

মৃত শহিদুল ইসলামের বাড়ি গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচূড়া গ্রামে। তাঁর বাবার নাম হিরন ব্যাপারী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম ওরফে শহিদ উল্লাহ পারিবারিক সচ্ছলতা আশায় প্রায় এক বছর আগে সৌদি আরবে পাড়ি জমান। প্রবাস জীবনে কষ্টের কাজ করতে না পারায় বারবার তিনি দেশে ফিরে আসতে চেয়েছিলেন।

কিন্তু সেখানকার কোম্পানি থেকে দেশে আসতে না দেওয়ায় শহিদ উল্লাহ গত রোববার দুপুরে জেদ্দা শহরের বাসভবনে ফাঁসিতে ঝুলে আ’ত্মহ’ত্যা করেন।