বিক্ষোভের আগুনে জ্বলছে শ্রীলঙ্কা। বিক্ষোভকারীদের সঙ্গে সরকার সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ চলছে। চলমান এই বিক্ষোভ নিয়ন্ত্রণের জন্য শ্রীলঙ্কায় চলমান কারফিউর সময় আরো বৃদ্ধি করা হয়েছে। আগামী বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত কারফিউ চলবে বলে দেশটির প্রেসিডেন্টের গণমাধ্যম শাখা থেকে ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার শ্রীলঙ্কার স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি মিরর এই তথ্য জানায়। এর আগে প্রেসিডেন্টের গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছিল, বুধবার সকাল ৭টার পর কারফিউ তুলে নেওয়া হবে। এদিকে দেশটির পুলিশ মঙ্গলবার বলেছে, সোমবারের সহিংসতায় আট জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৩০ জনের বেশি। এ ছাড়া ৮৫টির মতো আগুন হামলার ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তিদের মধ্যে ক্ষমতাসীন এক এমপি, প্রাদেশিক সভার এক চেয়ারম্যান, পুলিশের এক উপ-পরিদর্শক এবং এক সার্জেন্ট রয়েছেন। বিক্ষোভকারীরা ৪৭টি গাড়ি এবং ৩৮টি বাড়িতে অগ্নিসংযোগ করেছে। এ ছাড়া ৪১টি গাড়ি এবং ৬৫টি বাড়ি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হওয়া গাড়ির অধিকাংশই সাবেক মন্ত্রী বা ক্ষমতাসীন দলের এমপিদের।
মুলত কারফিউ জারি করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না শ্রীলংকার পরিস্থিতি। বিক্ষোভকারীদের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষ ইতিমধ্যে ভয়াবহ আকার ধারণ করেছে । তবে এবার বিক্ষোভকারীদের উদ্দেশে নতুন সতর্কবার্তা দিয়েছে শ্রীলঙ্কার সরকার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কোনো বিক্ষোভকারীকে যদি সরকারি সম্পদ ধ্বংস করতে দেখা যায়, সেক্ষেত্রে তাকে গুলি করার এক্তিয়ার দেওয়া হয়েছে সেনা সদস্যদের।