করোনায় আক্রান্ত সাকিব, খেলবেন না প্রথম টেস্টে

করোনায় আক্রান্ত হয়েছেন সাকিব আল হাসান। ঈদের ছুটি কাটিয়ে গতকাল যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন তিনি । করোনা পরীক্ষা করিয়ে আগামীকাল চট্টগ্রামে টেস্ট দলের সঙ্গে যোগ দেওয়ার ছিল। তবে আজ করোনা পরীক্ষা করিয়ে পরপর দুইবার পজিটিভ রিপোর্ট এসেছে ।এর ফলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না তার।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘সাকিব আল হাসান গতকাল দেশে এসেছেন। দেশে ফেরার পর করোনা পরীক্ষায় তিনি পজিটিভ হয়েছেন। তিনি এখন নিজের বাসায় আইসোলেশনে আছেন। প্রথম টেস্টে খেলবেন না তিনি।’

সাকিব আগামী ১৫ মে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্ট খেলতে পারবেন কি না জানতে চাইলে মনজুরের ব্যাখ্যা, ‘সে অর্থে কোনো সুযোগ নেই। কারণ আমাদের কোভিড প্রোটকল অনুযায়ী পজিটিভ আসলে তাকে ৫ দিন আইসোলেটেড থালকতে হবে। সে ক্ষেত্রে সাকিবের পরবর্তী টেস্ট হবে আগামী ১৫ তারিখ।’

এর আগে, সাকিব দেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে। এরপর নিউজিল্যান্ড সফরে ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা সফরেও তাঁর যাওয়ার কথা ছিল না। অনেক নাটকের পর দক্ষিণ আফ্রিকা সফরে গেলেও শুধু ওয়ানডে খেলেই তিনি দেশে ফিরেছেন পারিবারিক কারণে।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন হওয়ার কথা ছিল সাকিবের। কিন্তু এবার এল করোনার বাধা। করোনানীতি অনুযায়ী সাকিবকে পাঁচ দিন আইসোলেশনে থাকতে হবে। যে কারণে ১৫ মে থেকে শুরু হওয়া চট্টগ্রাম টেস্ট আর খেলা হচ্ছে না তাঁর। এরপর ২৩ মের মিরপুর টেস্টে সাকিব খেলবেন কি না, সেটি নির্ভর করবে করোনা পরীক্ষার ওপর।