দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা করেছে সৌদি আরব। সোমবার ফোনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে কথা বলেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
তুরস্কের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং এটিকে আরও জোরদারের উপায় নিয়ে কথা বলেছেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
সৌদি বাদশাহ সালমানের অনুরোধে গত মাসেই দেশটি সফরে যান তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তার ওই সফরের দুই সপ্তাহেরও কম সময়ের মাথায় সোমবার কথা হয় উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর।
বিশ্লেষক ও কর্মকর্তারা বলছেন, তুরস্কের অর্থনৈতিক দুর্দশা লাঘবে সহায়তা দিতে পারে সৌদি আরব। আগামী বছরের কঠিন নির্বাচনের মুখে রয়েছেন এরদোয়ান। এরমধ্যে বাড়তি মুদ্রাস্ফীতির চাপে রয়েছে দেশটির অর্থনীতি।