ভারতীয় নৌবাহিনীর প্রথম প্রশিক্ষণ স্কোয়াড্রনের চারটি জাহাজ সৌদি আরবের বন্দর শহর জেদ্দায় পৌঁছেছে। পাঁচটি দেশের বিদেশি স্থাপনার অংশ হিসেবে সেখানে চার দিন অবস্থান করবে জাহাজগুলো।
এক বিবৃতিতে ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, সফরে ক্যাপ্টেন আফতাব আহমেদ খান, সিনিয়র অফিসার, ফার্স্ট ট্রেনিং স্কোয়াড্রন সহ ভারতীয় জাহাজের কমান্ডিং অফিসাররা সৌদি নৌবাহিনীর ওয়েস্টার্ন ফ্লিট কমান্ডার ইয়াহিয়া বিন মোহাম্মদ আল-আসিরির সঙ্গে সাক্ষাৎ করেন।
বিবৃতিতে আরও বলা হয়, কর্মকর্তাদের মধ্যে বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক নৌ সহযোগিতা এবং প্রশিক্ষণ উদ্যোগের বিষয়ে আলোচনা হয়েছে।
জেদ্দা লোহিত সাগরের উপকূলে অবস্থিত একটি বন্দর শহর। এটি সুয়েজ খাল এবং এডেন উপসাগরের মধ্যে অবস্থিত।