সৌদি আরবের বাদশাহ সালমানকে কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে কোলনোস্কপি করানো হয়েছে। স্থানীয় সময় রোববার (৮ মে) জেদ্দার হাসপাতালটিতে সৌদি বাদশাহর এ পরীক্ষা করা হয় বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।
আরব নিউজের প্রতিবেদনে জানানো হয়, কোলনোস্কপির ফল ভালো এসেছে। বাদশাহকে হাসপাতালে কিছু সময় থেকে বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে কতক্ষণ তিনি হাসপাতালে থাকবেন তা এখনও জানানো হয়নি।
এদিকে কোলনোস্কপির ফল ভালো আসায় সালমানকে অভিনন্দন জানিয়েছেন বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা এবং যুবরাজ সালমান বিন হামাদ আল খলিফা।
এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ আল নাহিয়ান, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাদের বার্তায় সৌদি বাদশাহকে অভিনন্দন জানান।
এর বাইরে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি, ডেপুটি আমির আবদুল্লাহ বিন হামাদ আল থানি, প্রধানমন্ত্রী খালিদ বিন খলিফা বিন আবদুলাজিজ আল থানি একই ধরনের বার্তা পাঠিয়েছেন।
২০১৫ সাল থেকে আরব বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি এবং শীর্ষ তেল রপ্তানিকারক এ দেশটি শাসন করছেন বাদশাহ সালমান। বর্তমানে তার বয়স ৮৬ বছর। তার স্বাস্থ্য নিয়ে সাধারণত একটু গোপনীয়তাই বজায় রাখা হয়।
শারীরিক বিভিন্ন জটিলতা নিয়ে শনিবার সন্ধ্যায় জেদ্দার হাসপাতালটিতে ভর্তি হয়েছিলেন সালমান। সেখানে প্রাথমিক পর্যবেক্ষণের পর তার কোলনোস্কপি করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
সূত্র: রয়টার্স