মালয়েশিয়ার প্রধানমন্ত্রী লাখো মানুষের ভালোবাসায় সিক্ত

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর ‘ওপেন হাউস ডে’ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মে) সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠান শেষ হয় বিকেল ৫টায়। এসময় লাখ লাখ মানুষের পদচারণায় অনুষ্ঠান মুখরিত হয়ে ওঠে।

এসময় উপস্থিত ছিলেন ইয়াং দি-পার্টুয়ান আগোং সুলতান আবদুল্লাহ সুলতান আহমেদ শাহ। বেলা ১১টা ৩০ মিনিটে সুলতানকে অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব ও সরকারের মুখ্য সচিব মোহাম্মদ জুকি আলী।

প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রিপরিষদ আয়োজিত ঈদুল ফিতর ওপেন হাউস ডে, ‘কেলুয়ারগা মালয়েশিয়া’ (মালয়েশিয়ান পরিবার) চেতনার মূর্ত প্রতীক, যা মানুষের ভালোবাসা আজ প্রমাণ করেছে। সব ভেদাভেদ ভুলে দেশকে এগিয়ে নিতে হবে। শুধু সরকার নয় দেশের জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

২০২১ সালের ২০ আগস্ট প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তিনি ও তার মন্ত্রিসভা এটিই প্রথম ওপেন হাউস ডে এর আয়োজন করে। এ আয়োজনে যারা সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

কোভিড-১৯ মহামারির কারণে, গত দুই বছর ধরে বার্ষিক ‘ওপেন হাউস’ অনুষ্ঠিত হয়নি। সর্বশেষ ২০১৯ সালের ৫ জুন আয়োজন করা হয়েছিল পেরদানায়, তৎকালীন প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদ ও তার মন্ত্রিসভার উদ্যোগে।